মানিকগঞ্জে ৩ দিনব্যাপী ‘বিশ্ব ইজতেমা’
আব্দুল আল-রাকিব,মানিকগঞ্জ
২৩ ডিসেম্বর, ২০২৪, 5:16 PM
আব্দুল আল-রাকিব,মানিকগঞ্জ
২৩ ডিসেম্বর, ২০২৪, 5:16 PM
মানিকগঞ্জে ৩ দিনব্যাপী ‘বিশ্ব ইজতেমা’
আব্দুল আল রাকিব,মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ পৌর এলাকার পটল বিল ময়দানে। আগামী বুধবার ২৫শে ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী তা’লিমে ইসলামের বিশ্ব ইজতেমা যেটি আগামী ২৮ শে ডিসেম্বর শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
মানিকগঞ্জে এই ইজতেমাটি ধর্মপ্রাণ মুসলমানদের সর্ববৃহৎ জমায়েত।তবে সকল ধর্মাবলম্বীদের জন্যই কিন্তু উন্মুক্তি এই ইজতেমা।আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জিকির-আজগারসহ ধর্মীয় আলোচনায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে এমনকি দেশের বাইরে থেকেও জড়ো হবে ভক্ত-মুরিদানসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা ।
ইতমধ্যে ইজতেমাকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি শেষ হয়েছে্। ইজতেমায় আগত মুসল্লিদের বসার প্যান্ডেলের কাজ সমাপ্ত হয়েছে,চলছে প্যান্ডেলের উপর সামিয়ানা পড়ানোর কাজ সব ধরনের প্রস্তুতিই সম্পূর্ন করা হয়েছে ।
মানিকগঞ্জের এই বিশ্ব ইজতেমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, চিশতিয়া ছাবিরিয়া তরিকার ২১টি ছবকের মাধ্যমে আধ্যাত্মিক মহাসাধনা তালিমের মাধ্যমে মানুষের আত্মিক উন্নতি ঘটিয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে মহান স্রষ্টার সান্নিধ্য লাভ করা। তা’লিমে ইসলামের বিশ্ব ইজতেমার প্রধান লক্ষ্য, ইসলামের সু-শীতল ছায়াতলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। ইজতেমায় দল, মত, জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে বিশ্ব মানবতার প্রতীক হযরত মুহাম্মাদ (সা.)-এর জীবনাদর্শ ও আল্লাহ তা’আলার পরিচয় জ্ঞান নিয়ে আলোচনা হয়।
বুধবার ২৫শে ডিসেম্বর বাদ জোহর শরীয়তের ওপর বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তা’লিমে ইসলাম, মানিকগঞ্জ দরবার শরিফের প্রধান খলিফা,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,পীরে কামিল আলহাজ্ব হযরত মাওলানা, মুফতি ডক্টর মুহাম্মাদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী।
ইজতেমা আয়োজকদের সাথে কথা বলে জানাগেছে, ৩দিন ব্যাপী এই ইজতেমায় প্রতিবারের মতো এবারও বয়ানের আলোচ্য সূচিতে থাকছে, আল্লাহর সান্নিধ্য, ইসলাম ও অন্যান্য ধর্মের আলোচনা, ইলমে শরীয়ত, মারিফাত, কোরআন শিক্ষা, নামাজ শিক্ষার ব্যবস্থা, তাফরিুল কোরআন এবং সুন্নাতের ওপর ইসলামী জিন্দেগির ব্যবহারিক শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা।ইজতেমায় পুরুষ ও নারীদের জন্য রয়েছে আলাদা বসার ব্যবস্থা। রয়েছে খাবারসহ বিভিন্ন পণ্য-সামগ্রীর দোকান। এ ছাড়া খাবার জন্য নিরাপদ পানিসহ রয়েছে পয়ঃনিষ্কাশনের জন্য টয়লেট ব্যবস্থা ।ইজতেমায় আগতদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও মাঠে কাজ করবে প্রায় শতাধীক স্বেচ্ছাসেবক দল ।
এছাড়াও কথা বলেছিলাম প্রশাশনিক কর্মকর্তাদের সাথে, তার জানিয়েছেন যে কোন ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা রোধে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশা-পাশি মাঠে কাজ করবে র্যাব, সেনাবাহিনী ’সহ পুলিশের বিভিন্ন গোয়েন্দা শাখা।
ইজতেমার নিরাপত্তায় ৩ টি ওয়াচ টাওয়ারের পাশপাশি রয়েছে সিসি ক্যামেরা ।মুসল্লিদের স্বাস্থ সুরক্ষায় ৩ টি মেডিকেল টিমসহ রয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ।
আগামী ২৮ শে ডিসেম্বর শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা । আখেরি মোনাজাত পরিচালনা করবেন মানিকগঞ্জ দরবার শরিফের প্রধান খলিফা,পীরে কামিল আলহাজ্ব হযরত মাওলানা মুফতি, ডক্টর মুহাম্মাদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী।