দক্ষ যুব গড়বে দেশ: কেন্দুয়ায় দিনব্যাপী যুব উন্নয়ন ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শাহ আলী তৌফিক রিপন,বিশেষ প্রতিনিধি
২৩ ডিসেম্বর, ২০২৪, 7:45 PM
শাহ আলী তৌফিক রিপন,বিশেষ প্রতিনিধি
২৩ ডিসেম্বর, ২০২৪, 7:45 PM
দক্ষ যুব গড়বে দেশ: কেন্দুয়ায় দিনব্যাপী যুব উন্নয়ন ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি ;
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় যুব সমাজের দক্ষতা উন্নয়ন ও সমাজে তাদের ভূমিকা নিয়ে দিনব্যাপী জনসচেতনতামূলক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। "দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ"—এ শ্লোগানকে সামনে রেখে প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল সমাজে যুবকদের সক্রিয় ভূমিকা রাখা এবং সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে তাদের সম্পৃক্ত করা।
প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় কেন্দুয়া উপজেলা পরিষদে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। তিনি তার বক্তব্যে যুবকদের দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং যুব উন্নয়ন কর্মকর্তা। বক্তারা তাদের আলোচনায় যুব সমাজকে দক্ষ ও সচেতন হিসেবে গড়ে তোলার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুবকদের মধ্যে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণের প্রবণতা বাড়াতে এবং বৈষম্যহীন সমাজ গঠনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করা হয়। প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজ সেবা, নেতৃত্বগুণ, এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করা হয়।
উল্লেখযোগ্য উপস্থিতি ছিল কেন্দুয়া উপজেলার প্রশিক্ষিত যুবক সমাজের, যারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সামাজিক কাজে নিজেদের ভূমিকা আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।