খোকসা একতারপুরে বিএনপি'র কর্মী সমাবেশ মতানৈক্য ভুলে দলের জন্য কাজ করুন - সৈয়দ আমজাদ আলী
অনলাইন ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২৪, 6:42 PM
অনলাইন ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২৪, 6:42 PM
খোকসা একতারপুরে বিএনপি'র কর্মী সমাবেশ মতানৈক্য ভুলে দলের জন্য কাজ করুন - সৈয়দ আমজাদ আলী
হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
মতারক্য ভুলে দলের জন্য কাজ করুন। আগামী ২৫শে ডিসেম্বর বিএনপি জেলা কমিটির খোকসা উপজেলা সমাবেশ কে সফল করতে সকল নেতাকর্মীর ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন।
মঙ্গলবার বিকালে উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর হাটে গাজীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় খোকসা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র আহ্বায়ক সৈয়দ আমজাদ আলী প্রধান অথিতির বক্তৃতায় এ কথা বলেন।
জানিপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি নিজাম উদ্দিন শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও খুব সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন আব্দুল লতিফ লায়ন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুমিনুর রহমান, বেতবাড়িয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, অব্বেদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ আরিফুজ্জামান মাস্টার ও অন্যান্য নেতাকর্মীরা।
দীর্ঘদিন পর বিএনপি'র জেলার সকল নেতাকর্মীদের সমন্বয়ে উপজেলা পর্যায়ে কর্মী সমাবেশ সফল করতে উপজেলা বিএনপি'র আহ্বায়ক সৈয়দ আমজাদ আলী নেতৃত্বে একতারপুরে কর্মী সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।
প্রায় দুই ঘণ্টা ব্যাপী উক্ত কর্মী সমাবেশে দলকে সুসংগঠিত করতে ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করে তৃণমূলের সকল নেতাকর্মীকে মান-অভিমান ভুলে দলের জন্য কাজ করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সেই সাথে কুষ্টিয়ার ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে আবারো এমপি হিসাবে কুমারখালী খোকাবাসী দেখতে চাই বলে দাবি ওঠে।
আগামী ২৫ তারিখের সমাবেশ কে সফল করতে সকল নেতাকর্মী সকাল দশটার মধ্যে খোকসা জামিপুর সরকারি মাধ্যমে বিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত হওয়ার জন্য উদার্ত আহবান জানানো হয়।
উক্ত কর্মী সমাবেশে জানিপুর ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।