রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে এক নবজাতক শিশু চুরি
মো:আশরাফুল আলম শিপন
২০ ডিসেম্বর, ২০২৪, 9:06 PM
মো:আশরাফুল আলম শিপন
২০ ডিসেম্বর, ২০২৪, 9:06 PM
রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে এক নবজাতক শিশু চুরি
আশরাফুল আলম ঢাকা
রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। হাসপাতালে সদ্য জন্ম দেয়া সন্তানকে হারিয়ে দিশেহারা মা বৃষ্টি আক্তার। এ ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ সকালে হাসপাতাল থেকে নবজাতকটি চুরির অভিযোগ উঠেছে ওই হাসাপাতালেরই এক নারী ‘রোগীর’ বিরুদ্ধে।
জানা যায়, স্বামী ও দুই সন্তানকে নিয়ে কিশোরগঞ্জের নিকলিতে থাকেন বৃষ্টি আক্তার। তৃতীয় সন্তান প্রসবের আগে ভালো চিকিৎসার আশায় দুই সপ্তাহ আগে ঢাকায় মায়ের কাছে আসেন তিনি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রসব ব্যথা উঠলে সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সব কিছু ঠিক থাকায় রাত ১০টার দিকে নরমালেই বাচ্চা প্রসব করান চিকিৎসকরা। এরপর আজ শুক্রবার সকাল ১০টার দিকে বৃষ্টি আক্তার বাথরুমে যেতে চাইলে তার মা সঙ্গে যান। নবজাতকটিকে কোলে দিয়ে যান পাশের বেডে রোগী দাবি করা এক নারীর কাছে। বাথরুম থেকে ফিরে এসে দেখেন সন্তান সেখানে নেই।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মহাপরিচালক গোলাম রহমান জানিয়েছেন, নবজাতক চুরির ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।