সাংবাদিকতাই বিশেষ অবদানের জন্য কৃতি সাংবাদিক সম্মাননা পেলেন এ.কে.এম.মুজাহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর, ২০২৪, 2:53 PM
নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর, ২০২৪, 2:53 PM
সাংবাদিকতাই বিশেষ অবদানের জন্য কৃতি সাংবাদিক সম্মাননা পেলেন এ.কে.এম.মুজাহিদুল ইসলাম
ডেস্ক নিউজ:
২১ ডিসেম্বর রাজধানী ঢাকার মতিঝিল রাজউক ভিআইপি অডিটোরিয়ামে দিনব্যাপী জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ সময় সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি জনাব এ.কে.এম.মুজাহিদুল ইসলামকে কৃতি সাংবাদিক সম্মাননা পদক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্ল্যানিং কমিশনের সচিব জনাব মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান, সোনালী ব্যাংকের সিইও মো:শওকত আলী খান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল হক (মুন্না), রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াহিদুল ইসলাম, ,মেহেরপুরের সাবেক এমপি মাসুদ আলম, UCC গ্রুপের চেয়ারম্যান ড.এম এ হালিম সহ আরো অনেকে।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান।
সম্মাননার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে এ.কে.এম.মুজাহিদুল ইসলাম জানান, "যেকোনো প্রাপ্তি সবসময় আনন্দের হয়। দীর্ঘ ছয় বছরের সাংবাদিকতায় সব সময় আমি চেষ্টা করেছি সত্য সংবাদ তুলে ধরার ও মানুষের পাশে থাকার। আমি বিশ্বাস করি সাংবাদিকতা একটি মহৎ পেশা।একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো সাংবাদিকতা। সঠিক সাংবাদিকতার মাধ্যমেই একটি রাষ্ট্রের সংস্কার ও পরিবর্তন সম্ভব। আগামী দিনগুলো আমি দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। "
অনুষ্ঠানটিতে বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিকসহ বিভিন্ন পত্র-পত্রিকা ও টিভি চ্যানেলের প্রায় ৩৫০ এর অধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।