ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পলাশের সাবেক এমপি পোটনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ময়মনসিংহে বিপুল পরিমাণে অস্ত্র ও মাদক উদ্ধার দক্ষ যুব গড়বে দেশ: কেন্দুয়ায় দিনব্যাপী যুব উন্নয়ন ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত খোকসা একতারপুরে বিএনপি'র কর্মী সমাবেশ মতানৈক্য ভুলে দলের জন্য কাজ করুন - সৈয়দ আমজাদ আলী হাতীবান্ধায় জামায়াতে যোগ দিলেন এবি পার্টির নেতা নেত্রকোনার কেন্দুয়ায় জন্ম নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ইউএনও’র বিশেষ উদ্যোগ মানিকগঞ্জে ৩ দিনব্যাপী ‘বিশ্ব ইজতেমা’ রুমির কথা ও সুরে প্রথমবার ন্যান্সি-মিলন মানিকগঞ্জে নবাগত পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় বরণ সংবর্ধনা

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় বরণ সংবর্ধনা

#

মো:মোয়াজ্জেম হোসেন হিলারি, বকসীগন্জ

২৩ ডিসেম্বর, ২০২৪,  3:10 PM

news image

মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অহনা জিন্নাত বদলী জনিত  বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা যোগদান উপলক্ষে বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

২২ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক বিদায় বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত এর সভাপতিত্বে বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, খয়ের উদ্দিন মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি প্রমুখ।  

বিদায়ী নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার পরিচয় করিয়ে দেন এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ইতিপূর্বে তিনি নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন। এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। 

পরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বরণ ও বদলীজনিত বিদায়ী কর্মকর্তাকে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলার আইসিটি অফিসার খাইরুল বাশার।

logo সম্পাদক ও প্রকাশক: মিরাজুন নুরিয়া