ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পলাশের সাবেক এমপি পোটনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ময়মনসিংহে বিপুল পরিমাণে অস্ত্র ও মাদক উদ্ধার দক্ষ যুব গড়বে দেশ: কেন্দুয়ায় দিনব্যাপী যুব উন্নয়ন ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত খোকসা একতারপুরে বিএনপি'র কর্মী সমাবেশ মতানৈক্য ভুলে দলের জন্য কাজ করুন - সৈয়দ আমজাদ আলী হাতীবান্ধায় জামায়াতে যোগ দিলেন এবি পার্টির নেতা নেত্রকোনার কেন্দুয়ায় জন্ম নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ইউএনও’র বিশেষ উদ্যোগ মানিকগঞ্জে ৩ দিনব্যাপী ‘বিশ্ব ইজতেমা’ রুমির কথা ও সুরে প্রথমবার ন্যান্সি-মিলন মানিকগঞ্জে নবাগত পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় বরণ সংবর্ধনা

পটিয়ায় সাংবাদিক মোরশেদ আলমকে হত্যার হুমকি

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২১,  6:20 PM

news image


জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার পটিয়া উপজেলা প্রতিনিধি  সাংবাদিক মোঃ মোরশেদ আলমকে  মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাত নয়টার  দিকে  ০১৮২৭ ৩৩৫০৪০ মুঠোফোন এ নম্বর থেকে হুমকি দেওয়া হয়।


এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মোরশেদ আলম বাদী পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। মোরশেদ আলম তাঁর অভিযোগে উল্লেখ করেন, বৃহস্পতিবার(১১ নভেম্বর) রাত নয়টার দিকে তাঁর মুঠোফোনে একটি অপরিচিত মুঠোফোন নম্বর (০১৮২৭ ৩৩৫০৪০) থেকে কল আসে। কল রিসিভ করার পর অপর প্রান্তে থাকা অজ্ঞাতনামা ব্যক্তির নাম মোঃ বোরহান পরিচয় দিয়ে  তাঁকে অহেতুক অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকেন। এতে প্রতিবাদ করে কারণ জিজ্ঞাসা করলে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইলে হুমকি দিয়ে বলে যে, তাঁকে (মোরশেদ আলম) বাড়িতে থাকতে দিবে না এবং পটিয়া ছাড়া করবে। বাড়িতে যাওয়ার সময় যেকোন মুহুর্তে মারবে, কাটবে, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে সহ প্রাণে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দেন।


এই বিষয়ে মোরশেদ আলম জানান, আমি সাংবাদিকতা শুরুর পর থেকেই বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের জন্য প্রাণপ্রণ চেষ্টা করে যাচ্ছি। ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে কলম চালাতে গিয়ে আমরা সাংবাদিকরা নিজেদের কে বিপদের মুখে টেলে দিই। আমি আমার নিরাপত্তার স্বার্থে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, সাংবাদিক মোরশেদ আলমকে হুমকি দেয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। যে বা যারা এই হুমকি দিয়েছে আমরা তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিব।


logo সম্পাদক ও প্রকাশক: মিরাজুন নুরিয়া