ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পলাশের সাবেক এমপি পোটনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ময়মনসিংহে বিপুল পরিমাণে অস্ত্র ও মাদক উদ্ধার দক্ষ যুব গড়বে দেশ: কেন্দুয়ায় দিনব্যাপী যুব উন্নয়ন ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত খোকসা একতারপুরে বিএনপি'র কর্মী সমাবেশ মতানৈক্য ভুলে দলের জন্য কাজ করুন - সৈয়দ আমজাদ আলী হাতীবান্ধায় জামায়াতে যোগ দিলেন এবি পার্টির নেতা নেত্রকোনার কেন্দুয়ায় জন্ম নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ইউএনও’র বিশেষ উদ্যোগ মানিকগঞ্জে ৩ দিনব্যাপী ‘বিশ্ব ইজতেমা’ রুমির কথা ও সুরে প্রথমবার ন্যান্সি-মিলন মানিকগঞ্জে নবাগত পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় বরণ সংবর্ধনা

নেত্রকোনার কেন্দুয়ায় জন্ম নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ইউএনও’র বিশেষ উদ্যোগ

#

শাহ আলী তৌফিক রিপন,বিশেষ প্রতিনিধি

২৩ ডিসেম্বর, ২০২৪,  6:31 PM

news image

শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি :

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় জন্ম নিবন্ধন বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।

সোমবার মোজাফফর পুর  ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে জন্ম নিবন্ধন বিষয়ে সচেতন করতে তিনি গুরুত্বপূর্ণ বার্তা ও পরামর্শ প্রদান করেছেন।

ইউএনও ইমদাদুল হক তালুকদার জন্ম নিবন্ধনের গুরুত্ব এবং নবজাতকের জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক বিষয়টি সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। তিনি অভিভাবকদের জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে এটি আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ বিষয়ে তিনি জনসাধারণকে সচেতন করেন এবং যথাসময়ে জন্ম নিবন্ধন নিশ্চিত করার আহ্বান জানান।

এছাড়াও, কেন্দুয়া পৌরসভা এবং উপজেলাধীন অন্যান্য ইউনিয়নে ধারাবাহিকভাবে একটি টিমওয়ার্কের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন ইউএনও ও তার সহযোগীরা। এ টিমে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন। তারা নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় হোম ভিজিটের মাধ্যমে অভিভাবকদের সাথে সরাসরি কথা বলে নিবন্ধন না হওয়া শিশুগুলোর জন্ম নিবন্ধন সম্পন্ন করতে উৎসাহিত করছেন।

ইউএনও ইমদাদুল হক তালুকদার জানান, জন্ম নিবন্ধন বিষয়ে এ ধরনের সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পুরো উপজেলায় অব্যাহত থাকবে। তিনি এই উদ্যোগে সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন।

এভাবে জন্ম নিবন্ধনের মাধ্যমে শিশুরা সরকারের বিভিন্ন সেবা গ্রহণে সক্ষম হবে এবং দেশের জনসংখ্যার সঠিক পরিসংখ্যান তৈরি সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

logo সম্পাদক ও প্রকাশক: মিরাজুন নুরিয়া