ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
মানিকগঞ্জে ৩ দিনব্যাপী ‘বিশ্ব ইজতেমা’ রুমির কথা ও সুরে প্রথমবার ন্যান্সি-মিলন মানিকগঞ্জে নবাগত পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় বরণ সংবর্ধনা যশোরে আ'লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ অভয়নগরের ১শ' ৫ জনই কারাগারে মোহাম্মদপুরে তালিকাভুক্ত ৬ চাঁদাবাজ গ্রেপ্তার সাংবাদিকতাই বিশেষ অবদানের জন্য কৃতি সাংবাদিক সম্মাননা পেলেন এ.কে.এম.মুজাহিদুল ইসলাম ঘন কুয়াশায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ কেন্দুয়া এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (কে ই ডি এ) এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ময়মনসিংহে তিয়েনশির উদ্যোক্তা মিলনমেলা ২০২৪ অনুষ্ঠিত

সংক্ষিপ্ত সফলতার গল্প সাংবাদিক ‘রাশেদুল ইসলামের

#

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২২,  1:39 PM

news image

নোয়াখালীর সুবর্ণচরে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম। তার পৈতৃক বংশানুক্রমে সে আলেম বংশধর,সে প্রাতিষ্ঠানিক পড়ার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষায় অনুপ্রাণিত হয়েছে।সর্বপ্রথম শিক্ষায় যাত্রা শুরু করে স্থানীয় মক্তব থেকে,ছোট থেকে ছিলো প্রখর মেধাবী, ভর্তি হয় হেফজ মাদ্রাসায়, হাফেজ হওয়ার জন্য কিন্তু এই আলেম বংশের ছেলের আর হেফজ পড়া হলো না, চলে আসে বাড়িতে প্রায় ২ বছরের মতো পড়াশোনা বন্ধ কিন্তু তার পিতা মাতা আবার তাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। সেই স্কুলে থেকে পড়া চালু করে এই পর্যন্ত পৌঁছেছে। ২০১৮ সালে তার কবি প্রতিভা ঘটে সেই থেকে কবিতা লেখা শুরু ২০১৯ সালে তার কবিতা ’গ্রাম আমার প্রিয়’ পত্রিকায় প্রকাশিত হয়। ২০২০ সালে সুবর্ণচর উপজেলা থেকে কবিতা প্রতিযোগীতায় পুরস্কার এবং সনদ লাভ করেন, তার পর শুরু জেলা থেকে, এবং বিভিন্ন সংস্থা কর্তৃক অনেক পুরস্কার এবং সনদ লাভ করেন। তার পর ২০২১ সালে বিদ্যাপীঠ সমুহ যখন বন্ধ ছিলো  তখনই শুরু পত্রিকায় লেখা, বাংলাদেশ বিভিন্ন প্রিয় এবং অনলাইন ভার্শনে তার লেখা ছাপা হয়েছে, তার সর্বপ্রথম লেখা বই হলো- প্রিয় আমার ছোট্টবেলা’ এই বইটি এখনো বাজারজাত হয়নি। সেই বর্তমানে সাংবাদিকতায় যুক্ত আছে, জাতীয় সাপ্তাহিক- জনতার দলিলের উপজেলা প্রতিনিধি, এবং সকালের বাংলাদেশ, বিডিখবর ২৪, খোঁজখবর সহ বেশ কয়েকটি পত্রিকায় কর্মরত আছে।  বর্তমানে সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার পড়াশোনা মাদ্রাসায় ছিলো কিন্তু সাটিফিকেট অর্জনের জন্য স্কুলে পড়াশোনা।

logo সম্পাদক ও প্রকাশক: মিরাজুন নুরিয়া