শার্শায় ১০টি ইউনিয়নে ৬ চেয়ারম্যানসহ ৫০ জন প্রার্থী মনোনায়পত্র প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২১, 9:04 PM
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২১, 9:04 PM
শার্শায় ১০টি ইউনিয়নে ৬ চেয়ারম্যানসহ ৫০ জন প্রার্থী মনোনায়পত্র প্রত্যাহার
তৃতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শার্শা উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জনসহ মোট ৫০জন প্রার্থী মনোনায়ন পত্র প্রত্যাহার করেছেন। ১১ নভেম্বর বৃহষ্পতিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
শার্শা উপজেলা নির্বাচন কমিশনার মেহেদী হাসান জানান, শার্শার ১০টি ইউনিয়নে ৪৯ জন চেয়ারম্যান প্রার্থী এবং মেম্বার পদে ৪৫১ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯৭ জন প্রার্থী মনোনায়ন পত্র জমা দিয়েছিল। বৃহষ্পতিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। চেয়ারম্যান পদে ৬জন এবং মেম্বর পদে ৪৪জনসহ মোট ৫০জন প্রার্থী মনোনায়ন পত্র প্রত্যাহার করেছেন। সুষ্ঠু ভাবে নির্বাচন করার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।