ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সাংবাদিকতাই বিশেষ অবদানের জন্য কৃতি সাংবাদিক সম্মাননা পেলেন এ.কে.এম.মুজাহিদুল ইসলাম ঘন কুয়াশায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ কেন্দুয়া এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (কে ই ডি এ) এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ময়মনসিংহে তিয়েনশির উদ্যোক্তা মিলনমেলা ২০২৪ অনুষ্ঠিত বকশীগঞ্জে মহিলা কলেজের এডহক কমিটি নিয়ে তামাশা, মমতাজ বেগম পুনরায় সভাপতি মনোনীত প্রায় এক যুগ পর নতুন যাত্রা 'আমার দেশ' পত্রিকার ভোলা ডিসি অফিস সহকারী আব্দুল হকের প্রতারণার ফাঁদে একাধিক মানুষ রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে এক নবজাতক শিশু চুরি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নবাগত মহাসচিব লায়ন হেলাল উদ্দিন হিলু কে ফুলের শুভেচ্ছা চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

রোনালদোর বিশ্বকাপের পথে বাধা হতে পারে ইউরোজয়ী ইতালি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর, ২০২১,  1:59 PM

news image


ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল বাছাইপর্ব থেকে সরাসরি নাম লেখাতে পারেনি কাতারে অনুষ্ঠেয় ২০২২ ফুটবল বিশ্বকাপ। তবে দলটির আশা একেবারে শেষ হয়ে যায়নি। প্লে অফে দুটো ম্যাচ জিতলে তবেই মিলবে বিশ্বকাপের টিকিট। তবে এ পথে রোনালদোদের পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে ইউরো জেতা ইতালি। দলটিও যে নিজেদের গ্রুপ থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি।

ইউরোর শেষ দুইবারের শিরোপাজয়ীরাই এবার বিশ্বকাপে সরাসরি নাম লেখাতে পারল না; পর্তুগালের বদলে সার্বিয়া, আর ইতালির বদলে সুইজারল্যান্ড নাম লিখিয়েছে বিশ্বকাপে । যার মানে দাঁড়াচ্ছে, দুই দলকেই এখন নতুন আঙ্গিকে ঢেলে সাজানো বিশ্বকাপ প্লে অফে খেলতে হবে।

প্লে অফ থেকে তিন দল নাম লেখাবে বিশ্বকাপে। এই তিনটি জায়গার জন্য লড়বে ১২টি দল। ১০ গ্রুপ থেকে উঠে আসা ১০ দল, আর নেশন্স লিগ থেকে দুই দল খেলবে এই প্লে অফে। 

তবে এই প্লে অফে পর্তুগাল আর ইতালির এক গ্রুপে পড়ার ভালো সম্ভাবনাই তৈরি হয়েছে। প্লে অফের ছয়টি দলকে বাছাই তালিকায় রাখা হয়েছে, বাকি ছয় দলকে অবাছাই তালিকায়। ইতালি আর পর্তুগাল আছে বাছাই তালিকায়। প্লে অফের সেমিফাইনালে ছয়টি বাছাই দল খেলবে অবাছাইদের বিপক্ষে। আর তাই সেমিফাইনালেই পর্তুগালের মুখোমুখি হবে না ইতালি। তবে শেষ চারের লড়াইয়ের ক্রমতালিকার ওপর নির্ভর করবে ফাইনালের লাইনআপ, যা আবার নির্ধারিত হবে অনেকটাই এলোমেলোভাবে। তাই ফাইনালে ইতালি পর্তুগালের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশ। সেটা হলে ইতালি বা পর্তুগালের একটি দলকে বিশ্বকাপে দেখা যাবে না আগামী বছর।

তবে ইতালি রোনালদোদের মুখোমুখি হোক না হোক, রাশিয়া যে ইউক্রেনের মুখোমুখি হচ্ছে না, তা নিশ্চিত। দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। আগামী ২৬ নভেম্বর সুইজারল্যান্ডের জুরিখে নির্ধারিত হবে প্লে অফের লড়াইগুলো। 

প্লে অফের ‘বাছাই’ দলগুলো: পর্তুগাল, স্কটল্যান্ড, ইতালি, সুইডেন, ওয়েলস।
‘অবাছাই’ দলগুলো: তুরস্ক, পোল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, ইউক্রেন, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র।

logo সম্পাদক ও প্রকাশক: মিরাজুন নুরিয়া