ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পলাশের সাবেক এমপি পোটনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ময়মনসিংহে বিপুল পরিমাণে অস্ত্র ও মাদক উদ্ধার দক্ষ যুব গড়বে দেশ: কেন্দুয়ায় দিনব্যাপী যুব উন্নয়ন ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত খোকসা একতারপুরে বিএনপি'র কর্মী সমাবেশ মতানৈক্য ভুলে দলের জন্য কাজ করুন - সৈয়দ আমজাদ আলী হাতীবান্ধায় জামায়াতে যোগ দিলেন এবি পার্টির নেতা নেত্রকোনার কেন্দুয়ায় জন্ম নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ইউএনও’র বিশেষ উদ্যোগ মানিকগঞ্জে ৩ দিনব্যাপী ‘বিশ্ব ইজতেমা’ রুমির কথা ও সুরে প্রথমবার ন্যান্সি-মিলন মানিকগঞ্জে নবাগত পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় বরণ সংবর্ধনা

ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বোর্ড চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২১,  7:58 PM

news image


মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ)ঃ

সারাদেশের ন্যায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে ১৪ নভেম্বর রবিবার থেকে এসএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার করোনার কারণে সিলেবাস ও বিষয় কমে যাওয়ায় পরীক্ষা শেষ হবে ২৩ নভেম্বর। তাই সকাল-বিকাল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শুরুর দিন সকালে ময়মনসিংহ নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক । পরিদর্শনকালে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল বলেন স্বাস্থ্য স্বাস্হ বিধি মেনে সুষ্টুভাবে পরীক্ষা শুরু হয়েছে। কোথাও কোন সমস্যার খবর পাওয়া যায়নি। এবার ময়মনসিংহ বোর্ডের অধীনে ১৪৭টি কেন্দ্রে চলতি এসএসসি বা সমমানের পরীক্ষায় মোট ১ লাখ ৩২ হাজার ৯৭২জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৪২ হাজার ৫১৫জন, মানবিক বিভাগের ৭৮ হাজার ৯১২জন এবং ব্যবসায় বিভাগের ১১ হাজার ৫৪৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে ময়মনসিংহ জেলা থেকে বিজ্ঞান বিভাগের ১৯ হাজার ৩৮২জন, মানবিক বিভাগের ৩৪ হাজার ২২৯জন এবং ব্যবসায় বিভাগের ৫হাজার ৭১৫জন।

নগরীর মুকুল নিকেতন কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, সচিব প্রফেসর কিরীট কুমার দত্ত, সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট এইচ এম ইবনে মিজান, বোর্ড চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ আবদুল হক, টেক অফিসার উপজেলা একাডেমী সুপারভাইজার নারায়ণ চন্দ্র দাস ও কেন্দ্র সচিব মুকুর নিকেতনের প্রধান শিক্ষক সামসুল আলম। অপর দিকে বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এসময় ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি ) পারভেজুর রহমান,বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার সহ প্রমুখ।

logo সম্পাদক ও প্রকাশক: মিরাজুন নুরিয়া