ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
ভালুকায় শিল্প কারখানার কর্মকর্তাদের সাথে প্রশাসনের পর্যালোচনা সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপির জিয়া পরিষদ বাউরা ইউনিয়ন শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত টাকার অভাবে হচ্ছে না রনির অপারেশন লাগবে ৩ লক্ষ টাকা ময়মনসিংহে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কলম বিরতি নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরসভার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৪ শতাধিক ঘর, দুই শিশুর মরদেহ উদ্ধার নাটোরে ইট ভাটা গুলোতে মাটির সংকট সাথে কয়লার ব্যপক দাম দুশ্চিন্তায় সকল মালিক ছাত্রলীগ নেতা আদনান গ্রেফতার তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারি রিক্রিয়েশন ক্লাবের নতুন কমিটি স্বপ্নবাজ তরুণ আসিফ মাহমুদ মুক্তর পথচলা

বিশ্বম্ভরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২ পালিত

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২২,  4:25 PM

news image

"৮০০ কোটির পৃথিবীঃসকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করি এবং প্রাণবন্ত ভবিষ্যত গড়ি" এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে বিশ্বম্ভরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কনফারেন্স রুমে  বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২ পালিত হয়। বিশ্বম্ভরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের, বিসিএস (পরিবার পরিকল্পনা) সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদের সভাপতিত্বে বিশ্ব জনসংখ্যা  দিবস ২০২২ উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 


 উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ রমজান মেডিকেল অফিসার  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্বম্ভরপুর এবং অন্যান্য অতিথি বৃন্দ। 


  এছাড়াও আরো  ও  উপস্থিত ছিলেন বাবু স্বপন কুমার বর্মন,সভাপতি, প্রেস ক্লাব বিশ্বম্ভরপুর। বিভিন্ন এনজিও প্রতিনিধি ( মা মনি,সু সেবা নেটওয়ার্ক প্রতিনিধি, সীমান্তিক নতুন দিন প্রতিনিধি,বিএডিএস প্রতিনিধি ) পরিবার পরিকল্পনা বিভাগের সকল পরিবার  কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা গণ।


 সভায় শুরুতে পরিচিত পর্ব শেষে  পবিত্র কোরআন তেলায়ত করেন হুমায়ুন রশিদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক, বাদাঘাট দঃ ইউনিয়ন। গীতাপাঠ করেন আভা রানী তালুকদার, পরিবার কল্যাণ সহকারী, পলাশ ইউনিয়ন। 


স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আবদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিশ্বম্ভরপুর। 


অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান, উপজেলা পরিষদ,বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ মোঃ সফর উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাঃ রমজান, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্বম্ভরপুর প্রতিনিধি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।


বক্তব্য  ও আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কার্যক্রমে মূল্যায়নে বিভিন্ন  ক্যাটাগরীতে শ্রেষ্ঠ  নির্বাচিত হয়,তাদের মধ্যে  সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।


★★★বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠদের তালিকাঃ


✅শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারীঃ

হাজেরা খাতুন, পরিবার কল্যাণ সহকারী, ত/খ, সলুকাবাদ ইউনিয়ন,বিশ্বম্ভরপুর। 


✅শ্রেষ্ঠ  পরিবার পরিকল্পনা পরিদর্শকঃ যাদুমনি বিশ্বাস,পলাশ ইউনিয়ন, বিশ্বম্ভরপুর।


✅শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকাঃ

 হাসনারা আক্তার, বাদাঘাট দঃ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, বাদাঘাট দঃ ইউনিয়ন। 


✅শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বাদাঘাট দঃ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, বাদাঘাট দঃ ইউনিয়ন, বিশ্বম্ভরপুর। 


✅শ্রেষ্ঠ ইউনিয়ন, বাদাঘাট দঃ ইউনিয়ন,বিশ্বম্ভরপুর।


✅শ্রেষ্ঠ এনজিও  সীমান্তিক নতুন দিন প্রকল্প।


( এই উপজেলায় কোন স্যাকমো নেই) 


সংশ্লিষ্টদের  মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।প্রাথমিক বাবে জনসংখ্যা নিয়ন্ত্রণে ১০ টি গ্রাম সিলেক্ট করে সন্তান সংখ্যা, গর্ভবতী, দম্পত্তি তথ্য ডাটাবেইজ করে সফটকপি সকল উপজেলার  সকল ডিপার্টমেন্ট কে  হস্তান্তর করা হবে।এ সকল গ্রামে ২ সন্তানের দম্পতিদের সরকারি বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অগ্রাধিকার দেয়া হবে।অধিক সন্তানের দম্পতিদের তুলনামূলক কম সুবিধা পাবেন।এই ভাবে  সর্বোচ্চ ২ সন্তান নিতে  তাদের কে পরামর্শ দেয়া হবে।এই  আইডিয়া টি প্রদান করেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, বিশ্বম্ভরপুর  সুনামগঞ্জ মহোদয়।পুরষ্কার বিতরণ শেষে সকল কে নাস্তা প্রদান করা হয়।  পরিবার পরিকল্পনা বিভাগ এটি বাস্তবায়ন করবে।

টীম পরিবার পরিকল্পনা বিভাগের সকল সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন প্রোগ্রাম টি সফলভাবে বাস্তবায়নে যথাসময়ে উপস্থিতির জন্য।

logo সম্পাদক ও প্রকাশক: মিরাজুন নুরিয়া