ঢাকা ২৮ জুন, ২০২৫
সংবাদ শিরোনাম
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—কেন্দুয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত সড়ক সংস্কারের দাবীতে ৫ গ্রামের লোকের মানববন্ধন ঢাকার পশুহাটে শেকৃবির ইন্টার্ন ভেটেরিনারি ডাক্তারদের চিকিৎসাসেবা শালিখায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ আটক তিন বকশীগঞ্জে জিয়া পরিবারের ছবি অবমাননার অভিযোগ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রামপালে দোয়া মাহফিল ও ত্রাণ বিতরণ বটিয়াঘাটায় মৎসজীবীদের নিয়ে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় রাসেল ভাইপার সাপের কামড়ে দুজনের মৃত্যু সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেফতার ৪ মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে বিএনপি নেতাসহ আটক ২৪

বিশ্বনাথে ১ম মিডিয়া কাপের উদ্বোধন করলেন ইউএনও নুসরাত জাহান

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

০৯ মার্চ, ২০২২,  1:08 AM

news image

সিলেটের বিশ্বনাথ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ৩২ জন সাংবাদিকের অংশগ্রহনে অনুষ্ঠিত ‘১ম বিশ্বনাথ মিডিয়া কাপ-২২’র উদ্বোধন করা হয়েছে।


 নারী দিবসে’ মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মাঠে উদ্বোধক হিসেবে মিডিয়া কাপের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নুসরাত জাহান।


সাংবাদিকতার ব্যস্ত কর্মময় জীবনে একটু আনন্দ ও শরীর চর্চার জন্য প্রথমবারের মতো অনুষ্ঠিত মিডিয়া কাপের পৃষ্ঠপোষকতা করেন যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না ও শেখ আবুল বাশার। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া মিডিয়া কাপের ৫টি ইভেন্টে ৩ দিনের (৮-১০ মার্চ) ক্রীড়া উৎসবে মাতবেন উপজেলার ৩২জন সাংবাদিক।


সমকালের প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে এবং সিলেটের ডাকের প্রতিনিধি এমদাদুর রহমান মিলাদ ও আমাদের সময় প্রতিনিধি আব্বাস হোসেন ইমরানের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, মিডিয়া কাপের পৃষ্ঠপোষক প্রবাসী মুমিন খান মুন্না। 


বক্তব্য রাখেন, ইত্তেফাকের প্রতিনিধি তজম্মুল আলী রাজু, উত্তরপূর্বের প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক নবীন সোহেল।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রবীন সাংবাদিক আব্দুল আহাদ, জাতীয় ক্যারাম ফেডারেশনের সদস্য আরব শাহ ও মুক্তার হোসেন।


মিডিয়া কাপ পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, বিশ্বনাথ সাংতিক ঐক্য পরিষদের সভাপতি কবি সাইদুর রহমান সাঈদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদ পিয়ার, ব্যবসায়ী ফুলকাছ মিয়া, ব্র্যাক মাইগ্রেশন ফোরামের সদস্য তাজুল ইসলাম।


মিডিয়া কাপে অংশ গ্রহনকারীদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, যুগান্তরের প্রতিনিধি আশিক আলী, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এমআর টুনু তালুকদার, সিলেটের বাণী প্রতিনিধি অসিত রঞ্জন দেব, সিলেট মিরর প্রতিনিধি মোহাম্মদ আলী শিপন, গণমুক্তি প্রতিনিধি রোহেল উদ্দিন, যায়যায়দিন প্রতিনিধি কামাল মুন্না, সিলেটের দিনরাত প্রতিনিধি নূর উদ্দিন, আজকের কাগজ প্রতিনিধি জামাল মিয়া, দৈনিক ভোরের কুমিল্লা প্রতিনিধি মো. আবুল কাশেম, আমাদের অর্থনীতি প্রতিনিধি মশিউর রহমান, আজকালের খবর প্রতিনিধি মোহাম্মদ নুরুল ইসলাম, সকালের সময় প্রতিনিধি শুকরান আহমদ রানা, মানবজমিন প্রতিনিধি আক্তার আহমদ শাহেদ, ইনকিলাব প্রতিনিধি আব্দুস সালাম, ভোরের কাগজ প্রতিনিধি বদরুল ইসলাম মহসিন, আমাদের নতুন সময় প্রতিনিধি পাবেল সামাদ, প্রথম সূর্যোদয় প্রতিনিধি কামরুল আশিকী, আমার সংবাদ প্রতিনিধি মিছবাহ উদ্দিন, শ্যামল সিলেট স্টাফ রিপোর্টার মশাহিদ আলী, ভোরের ডাক প্রতিনিধি আহমদ আলী হিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।

logo সম্পাদক ও প্রকাশক: মিরাজুন নুরিয়া