দখিনের কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক তৌহিদুল ইসলাম জামালের মাতার ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২১, 10:19 PM
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২১, 10:19 PM
দখিনের কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক তৌহিদুল ইসলাম জামালের মাতার ইন্তেকাল
বরিশাল থেকে প্রকাশিত "দৈনিক দখিনের কণ্ঠ" পত্রিকার প্রকাশক ও সম্পাদক তৌহিদুল ইসলাম জামালের মাতা রিজিয়া বেগম (৯৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার সময় বরিশাল নগরীর পলাশপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি গত ছয় মাস ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুর ৩ টায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে গোলবুনিয়া গ্রামের বাড়িতে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় জানাজা নামাজে উপস্থিত ছিলেন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক প্রথম সকাল পত্রিকার সম্পাদক কাজী আল মামুন, যমুনা টিভির বরিশাল ব্যুরো কাওসার হোসেন, বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কেফাত হোসেন রনি, ফরচুন গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর আমানউল্লাহ আমান এডভোকেট শাহ আলম ,দৈনিক দখিনের কন্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক খান মাইনউদ্দিন ও বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সদস্যবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।