ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পলাশের সাবেক এমপি পোটনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ময়মনসিংহে বিপুল পরিমাণে অস্ত্র ও মাদক উদ্ধার দক্ষ যুব গড়বে দেশ: কেন্দুয়ায় দিনব্যাপী যুব উন্নয়ন ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত খোকসা একতারপুরে বিএনপি'র কর্মী সমাবেশ মতানৈক্য ভুলে দলের জন্য কাজ করুন - সৈয়দ আমজাদ আলী হাতীবান্ধায় জামায়াতে যোগ দিলেন এবি পার্টির নেতা নেত্রকোনার কেন্দুয়ায় জন্ম নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ইউএনও’র বিশেষ উদ্যোগ মানিকগঞ্জে ৩ দিনব্যাপী ‘বিশ্ব ইজতেমা’ রুমির কথা ও সুরে প্রথমবার ন্যান্সি-মিলন মানিকগঞ্জে নবাগত পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় বরণ সংবর্ধনা

তানোরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২২,  8:43 PM

news image

জাকির হোসেন-টুটুল,  তানোর (রাজশাহী) প্রতিনিধি;

রাজশাহীর তানোরে নিজ বাড়ির পার্শ্বের আমন  ধান ক্ষেত থেকে মধু (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা  পুলিশ।

জনা গেছে ১৯-আগস্ট (শুক্রবার) সকাল সাড়ে ১০ টার দিকে তানোর উপজেলার ১নং কলমা ইউপির বলাইপুকুর নামক স্থানে আমন ধান ক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। 


বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার এসআই আকতার হোসেন। 

মধু ওই এলাকার বলাইপুকুর গ্রামের তসলিমের পুত্র। তার স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে মধু বাড়ির বাইরে যায়। পরে সে আর বাড়ি ফিরে আসেন নাই। দীর্ঘ সময় ধরে তাকে না পেয়ে সকালে পরিবারের লোকজন বাড়ির আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে (শুক্রবার)  সকালে বাড়ি থেকে অনেকটা দূরত্বে একটি আমন ধান ক্ষেতে মধু নামে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশকে খবর দেন। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। 


এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, শুক্রবার সকালে উপজেলার কলমা ইউপি এলাকার আমন ধানক্ষেত থেকে মধু নামের এক যুবকের অক্ষত মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের ময়না তদন্তের জন্য দুপুরে রামেক হাসপালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়পছে। তবে, তদন্ত করে আমরা বের করব আসল ঘটনা কী।

logo সম্পাদক ও প্রকাশক: মিরাজুন নুরিয়া