জগন্নাথপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই, ২০২২, 4:54 PM
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই, ২০২২, 4:54 PM
জগন্নাথপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় "৮০০ কোটির পৃথিবীর সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করি এবং প্রাণবন্ত ভবিষ্যত গড়ি" এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২ জগন্নাথপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মোহাম্মদ আবদুর রহমান, বিসিএস (পরিবার পরিকল্পনা) উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,জগন্নাথপুর, সুনামগঞ্জ এর সঞ্চালনায়, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃসাজেদুল ইসলামের সভাপতিত্বে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সঞ্জয়, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জগন্নাথপুর, সুনামগঞ্জ এবং অন্যান্য অতিথি বৃন্দ।
এছাড়া আরো ও উপস্থিত ছিলেন ,সভাপতি, প্রেস ক্লাব জগন্নাথপুর।বিভিন্ন এনজিও প্রতিনিধি ( মা মনি,সু- সেবা নেটওয়ার্ক প্রতিনিধি) পরিবার পরিকল্পনা বিভাগের সকল পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা গণ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আবদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,(অঃদাঃ) জগন্নাথপুর সুনামগঞ্জ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাঃ সঞ্জয় মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জগন্নাথপুর ( প্রতিনিধি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা)।
বক্তব্য ও আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কার্যক্রমে মূল্যায়নে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়,তাদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।
★★★বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠদের তালিকাঃ
✅শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারীঃসেলিনা, পরিবার কল্যাণ সহকারী, ত/খ,পাটলী ইউনিয়ন,জগন্নাথপুর।
✅শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শকঃরফিকুল ইসলাম ,পাটলী ইউনিয়ন,জগন্নাথপুর।
✅শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকাঃ
রিনা আক্তার, পাটলী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, পাটলী ইউনিয়ন,জগন্নাথপুর।
✅শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, পাটলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, পাটলী ইউনিয়ন,জগন্নাথপুর।
✅শ্রেষ্ঠ ইউনিয়ন,রাণীগঞ্জ ইউনিয়ন,জগন্নাথপুর।
✅শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, জনাব শাহ আলম,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, রানিগঞ্জ ইউনিয়ন।
সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, জগন্নাথপুর সুনামগঞ্জ মহোদয় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।জনসংখ্যা কে জনসম্পদে রুপান্তর করার উপর অধিকতর গুরুত্ব দেন।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি ডাঃ সঞ্জয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মধ্যে সমন্বয়ের দিকটি তুলে ধরেন। সভা শেষে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয় এবং সকল কে নাস্তা প্রদান করা হয়।
টীম পরিবার পরিকল্পনা বিভাগ এগিয়ে চলছে অপ্রতিরোধ্য গতিতে। সকল সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন প্রোগ্রাম টি সফলভাবে বাস্তবায়নে যথাসময়ে উপস্থিতির জন্য।