উজিরপুর হারতা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুনামেন্ট ২০২২ এর ফাইনাল অনুষ্ঠিত
মো:হোসেন,স্টাফ রিপোর্টার
১২ ফেব্রুয়ারি, ২০২২, 12:06 AM
মো:হোসেন,স্টাফ রিপোর্টার
১২ ফেব্রুয়ারি, ২০২২, 12:06 AM
উজিরপুর হারতা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুনামেন্ট ২০২২ এর ফাইনাল অনুষ্ঠিত
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের দক্ষিণ পাড় পরিষদ সংলগ্ন বালুর মাঠ প্রাঙ্গণে আজ ১১ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় উৎসব মুখর পরিবেশে দর্শকদের টান টান উত্তেজনার মধ্যে 'হারতা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুনামেন্ট- ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, খুলনা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ এস কে বল্লভ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, হারতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাঃ অমল মল্লিক, হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস।
এসময়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওটরা ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক রাড়ী, বরাকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. শহিদুল ইসলাম মৃধা, সাতলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ কালাম সরদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আজিজুল হক সিকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ খায়রুল বাসার লিটন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জালিছ মাহমুদ শাওন, বামরাইল ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ আল আমিন'সহ প্রমূখ।
হারতা স্কুল সংলগ্ন একাদশ বনাম হারতা বাজার একাদশ এর সাথে হাজার হাজার দর্শকের টান টান উত্তেজনায় বিজয়ী হয় হারতা বাজার একাদশ। সেসময়ে ফাইনাল খেলার আম্পায়ার হিসেবে ছিলেন কমল সাহা ও পঙ্কজ পান্ডে।