উজিরপুরে ১১০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সৌরভ শ্রীঘরে
মো:হোসেন,স্টাফ রিপোর্টার
২৪ এপ্রিল, ২০২২, 12:47 AM
মো:হোসেন,স্টাফ রিপোর্টার
২৪ এপ্রিল, ২০২২, 12:47 AM
উজিরপুরে ১১০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সৌরভ শ্রীঘরে
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের জামরাড়ি এলাকা হইতে ২৩ এপ্রিল শনিবার বিকালে ১১০(একশত দশ) পিস ইয়াবা সহ উপজেলার ওটরা ইউনিয়নের ২ নং ওর্য়াড মশাং নিবাসী সুভাষ হালদার এর ছেলে সৌরভ(২২)' কে হাতেনাতে আটক করা হয়।
গোপন সূত্রে অভিযান পরিচালনা করেন, উজিরপুর মডেল থানায় কর্মরত এসআই কমল চন্দ্র দে, এএসআই উজ্জ্বল কুমার পাল' সহ সঙ্গীয় অফিসার।
এব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে উজিরপুর মডেল থানা বিভিন্ন অভিযান পরিচালনা সহ সর্বত্র কাজ করে যাচ্ছে।
অন্যদিকে এব্যাপারে মশাং নিবাসী একাধিক স্থানীয়জন মুঠো ফোনে জানান, ভয়াবহ ইয়াবার মতো এমন ঘৃণিত মাদক ব্যবসার সাথে যারা জড়িতো ও এর মূল হোতাকে বের করে আইনের আওতায় আনতে জোর দাবি করে বলেন, নয়তো মশাংয়ের প্রেক্ষাপটে আরো খারাপ দিন সন্নিকটে, পড়াশোনা করা মেধাবী যুবদেরকে এই মরণব্যাধি মাদক ইয়াবায় গ্রাস করে নিচ্ছে।'