ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পলাশের সাবেক এমপি পোটনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ময়মনসিংহে বিপুল পরিমাণে অস্ত্র ও মাদক উদ্ধার দক্ষ যুব গড়বে দেশ: কেন্দুয়ায় দিনব্যাপী যুব উন্নয়ন ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত খোকসা একতারপুরে বিএনপি'র কর্মী সমাবেশ মতানৈক্য ভুলে দলের জন্য কাজ করুন - সৈয়দ আমজাদ আলী হাতীবান্ধায় জামায়াতে যোগ দিলেন এবি পার্টির নেতা নেত্রকোনার কেন্দুয়ায় জন্ম নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ইউএনও’র বিশেষ উদ্যোগ মানিকগঞ্জে ৩ দিনব্যাপী ‘বিশ্ব ইজতেমা’ রুমির কথা ও সুরে প্রথমবার ন্যান্সি-মিলন মানিকগঞ্জে নবাগত পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় বরণ সংবর্ধনা

উজিরপুরে ব্যাপক আয়োজনে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

#

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২১,  8:12 PM

news image


তালহা জাহিদ, উজিরপুর:

বরিশালের উজিরপুরে ব্যাপক আয়োজনে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১১ নভেম্বর বিকেল ৪ টায় উজিরপুর আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


এছাড়াও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে কেক কেটে দিবসটি পালন করেছেন নেতাকর্মীরা। সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস.এম জামাল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন।


সাবেক কাউন্সিলর বাবুল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অশোক কুমার হাওলাদার, পরিমল কুমার বাইন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কমল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাতলা ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার লিটন, উজিরপুর পৌর যুবলীগের আবহায়ক ও কাউন্সিলর রিপন মোল্লা, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী, শিকারপুর ইউপি চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস কুমার রায়, শিকারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুবুল ইসলাম বাদল, বড়াকোঠা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রিন্স প্রমূখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের যুবলীগসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন যুবলীগ নেতাদের আরো শক্তিশালী হওয়ার আহবান জানান। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সভাপতি পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী প্রত্যেক নেতাকর্মীকে প্রতিটি নির্বাচনে স্বতস্ফুর্ত ভাবে যোগদান করে আওয়ামীলীগের হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।


প্রধান বক্তা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন দ্রুত যুবলীগের অসম্পূর্ণ কমিটি গঠন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করতে গিয়ে আওয়ামীলীগের নেতৃবৃন্দের কাছে দ্রæত যুবলীগের কমিটি গঠন করার জোর দাবী জানান। তিনি আরো বলেন, যুবলীগ শক্তিশালী সংগঠন। হয়তবা কিছুকিছু নেতাকর্মী চাকুরী ও বিদেশ গমন করায় কমিটির মধ্যে কিছুটা অসম্পূর্ণতা রয়েছে। দ্রæত কমিটি গঠন করে এ সমস্যা দূর করা হবে।

logo সম্পাদক ও প্রকাশক: মিরাজুন নুরিয়া