উজিরপুরে কবরের জন্য জমি নিয়ে মোটা টাকার লোভে আত্মসাৎ, প্রতিবাদ বৃদ্ধার
মো:হোসেন,স্টাফ রিপোর্টার
০২ জানুয়ারি, ২০২২, 12:58 PM
মো:হোসেন,স্টাফ রিপোর্টার
০২ জানুয়ারি, ২০২২, 12:58 PM
উজিরপুরে কবরের জন্য জমি নিয়ে মোটা টাকার লোভে আত্মসাৎ, প্রতিবাদ বৃদ্ধার
বরিশাল জেলার উজিরপুর উপজেলার গাজিরপাড় ছালেহা বেগম(৯০), স্বামী. মৃত. মোবারেক আলী সিকদার এর পৈত্রিক মালিকানাধিন ৪২ নং লস্করপুর মৌজার, ১১৮ নং খতিয়ানের, ৩৫ ও ৩৭ নং দাগে ২৭ শতাংশ জমি উত্তর লস্করপুরের স্থানীয় মোঃ মাসুম ঘরামী (ওরফে) মাসুম বিল্লাহ্ (৩৮), পিতা. মৃত. মোক্তার হোসেন, কবরের জন্য দান দলিল নিয়ে এখন মোটা টাকার লোভে আত্মসাৎ করছে বলে অভিযোগ করেন ভিকটিম জমি দাতা বৃদ্ধা ছালেহা বেগম। তিনি বলেন, আমি অসহায় আমার কোন ঘর বাড়ি নাই, ছেলে সন্তান না থাকায় মেয়ে জামাই বাড়িতে থাকতে হয়, কবরের জন্য আমার কাছে ২০ শতাংশ জমি দাবি করে স্থানীয় মাসুম বিল্লাহ্, তখন সরল মনে আমি রাজি হলে, মোটা টাকার সম্পত্তি হলেও আমাকে সামান্য কিছু টাকা দিয়ে, চাটুকারি ও জালিয়াতি করে ঠকিয়ে ২৭ শতাংশ জমি দান দলিল নেয় মাসুম ঘরামী ওরফে মাসুদ বিল্লাহ। কিন্তু শুধু মাত্র কবরের জন্য কথা থাকলেও মোটা টাকার লোভে এখন ভোগ দখল করছে বলে স্থানীয়জন ও সাংবাদকর্মীদের কাছে অভিযোগ করেন ভিকটিম বৃদ্ধা ছালেহা বেগম। তিনি আরো জানান, তার কোন ছেলে সন্তান না থাকায় এই বৃদ্ধা বয়সে অসহায় ও দারিদ্র্যতার জন্য তার সাথে এমন শয়তানি করা হয়েছে, তিনি স্থানীয়জন সহ প্রশাসনের কাছে এবিষয়ে সঠিক বিচার দাবি করেন।
এব্যাপারে সূত্র মতে জানা যায়, এমন অনেকের সাথে জাল জলিয়াতি ও অবৈধ ভাবে জমি দখল করে অল্প দিনে আঙুল ফুলে কলা গাছ হয়েছে মাসুম বিল্লাহ্, রাজনীতিকে ব্যক্তি সার্থে পুঁজি করে বর্তমানে বেশ টাকার মালিক বুনে বেপরোয়া হয়ে যা-তা করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন তিনি। এমন তথ্যের ভিত্তিতে সরোজমিনে একালাবাসির সাথে কথা বলতে গেলে বেরিয়ে আসে একের পর এক ঘটনা। উল্লেখ ১. কাদের সিকদার(৬৩), পিতা. মৃত. জবেদ আলী সিকদার, (যোগাযোগ -০১৭১৫১৮৯৯৫) বলেন, তার ক্রয়কৃত সম্পত্তির মধ্যে ২৯ শতাংশ জমির দখলের পায়তারা করে ও হুমকি দেয় অভিযুক্ত মাসুম বিল্লাহ।
২. অটো গাড়ি চালক রোলান বেপারি, পিতা. আঃ গণি (যোগাযোগ - ০১৭২৪৯৯৫৩৯৮) বলেন, অভিযুক্ত মাসুম বিল্লাহ প্রথমে আমার জমি দখল করার হুমকি দেয়, পরে আমার বসত ঘর ভাংচুর ও লুটপাট করে, যা নিয়ে মামলা চলমান আছে। তিনি আরো বলেন বছর পাঁচেক আগেও বলতে ভিক্ষা করত সেই মাসুম বিল্লাহর এতো টাকার উৎস কি? আমি সুবিচার দাবি করি।
৩. প্রবাসী মিলন হাওলাদার, পিতা. আদম আলী হাওলাদার এর স্ত্রী সাথী বেগম (যোগাযোগ -০১৭৬৭৭৫৩৪০)'র সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, তাদের ক্রয়কৃত জমিতে বালু ভরাট করে দখলের পায়তারা করছে মাসুম বিল্লাহ।
আরো জানা যায়, স্থানীয় কামাল বেপারি, পিতা. শাহেব আলী বেপারি তার সাথে কাজ করে, পঞ্চাশ হাজার টাকার হিসাব না দিতে পারায়, বৈদ্যুতিক শখ ও মারধর সহ সাদা স্টাম্পে স্বাক্ষর নেওয়া, সার্টিফিকেট জব্দ করে পৈত্তিক ১০ শতাংশ সম্পত্তি দখল করে নেয়। এবং স্থানীয় সফিক ব্রিকফিল্ডের লিজকৃত জমির মালিদের টাকা খাইয়ে ব্যবসায় বাঁধা দেওয়া সহ এমন আরো অনেক অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে।