আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলী
মো:হোসেন,স্টাফ রিপোর্টার
২১ ফেব্রুয়ারি, ২০২২, 1:27 PM
মো:হোসেন,স্টাফ রিপোর্টার
২১ ফেব্রুয়ারি, ২০২২, 1:27 PM
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলী
আজ অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। আজ এ দিন গৌরবোজ্জ্বল দিন হিসাবে যথা যোগ্য মর্যাদার সাথে রাষ্ট্র পালন করে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রতি বছরের ন্যায়ে যথা যোগ্য মর্যাদার সাথে বরিশাল জেলার উজিরপুর উপজেলার হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় পালন করে থাকে। কিন্তু গত দুই বছর মহামারি করোনার প্রকোপ বেশি থাকার কারনে সরকারি নির্দেশনা মেনে উদযাপন করেছে। আজও
ধারাবাহিক ভাবে রাষ্ট্রীয় নির্দেশনায় সকল শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয়ের শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে মাহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এ সময়ে হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বলেন, "বাংলার দামাল সন্তানদের আত্মত্যাগে ও বুকের তাজা রক্তের বিনিময়ে বিশ্বের কাছে যে মর্যাদা পেয়েছি এই দিনে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'কে সাথে মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমারা ভন্য হয়েছি, সাথে মহান শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। সেসময়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'কে ধন্যবাদ জানান তিনি।'